AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতারণার শিকার বিবেকের মামলায় গ্রেপ্তার তার প্রাক্তন ব্যবসায়ীক পার্টনার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৫ পিএম, ৩ অক্টোবর, ২০২৩
প্রতারণার শিকার বিবেকের মামলায় গ্রেপ্তার  তার প্রাক্তন ব্যবসায়ীক পার্টনার

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার প্রাক্তন ব্যবসায়ীক পার্টনার ও প্রযোজক সঞ্জয় সাহাকে। রোববার (১ অক্টোবর) সঞ্জয়কে রিমান্ডে নিয়েছে পুলিশ। জুম টিভি এন্টারটেইনমেন্ট এ খবর প্রকাশ করেছে।

 

১ কোটি ৫৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪ লাখ টাকার বেশি) গত ১৯ জুলাই এমআইডিসি থানায় চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার নামে মামলা দায়ের করা হয়। এ মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মুম্বাই পুলিশের ডিসিপি দত্ত নালাওয়াদে বলেন, ‘গত জুলাই মাসে এমআইডিসি থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়। আনন্দিতা এন্টারটেইনমেন্ট এলএলপির তিনজন পরিচালকের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতর নামে বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১৭ সালে ওবেরয় অর্গানিক নামে একটি কোম্পানি চালু করেন বিবেক ওবেরয়। প্রতিষ্ঠানটি খুব ভালো না চলায়, এর অংশীদার করেন ৩ অভিযুক্তকে। তারপর পুরোনো ব্যবসা বাদ দিয়ে আনন্দিতা এন্টারটেইনমেন্ট নামে ইভেন্ট ব্যবসা শুরু করেন। ২০২০ সালের জুলাইয়ে এ বিষয়ে তাদের চুক্তি হয়।

 

চুক্তি অনুযায়ী বিবেক তার সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন। দুই বছর পার হওয়ার পর এ অভিনেতা বুঝতে পারেন, নতুন প্রতিষ্ঠানের নাম করে যে অর্থ নেওয়া হয়েছে, তা অভিযুক্তরা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।  

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ/রা.বিডি/না.স

Link copied!