AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে সিরিজের শুটিং হয় রাতে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪১ পিএম, ৯ অক্টোবর, ২০২৩
যে সিরিজের শুটিং হয় রাতে

নির্মাতা আবিদ মল্লিকের পরিচালনায়  আসছে অ্যান্থোলজি সিরিজ ‘প্রচলিত’। আর এর মূল দৃশ্যধারণ হয়েছে রাতে। এতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আবদুল্লাহ আল সেন্টু, ফারিণ খান, টুটুল, শাহানা সুমিসহ আরও অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হয়েছে এটি।

সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি। ভিন্ন ভিন্ন গল্পে সাজানো হয়েছে প্রতিটি পর্ব। একেকটার দৈর্ঘ্য একেক রকম। মোট পাঁচ পর্বে প্রচার হবে এটি।

সিরিজটি নিয়ে নির্মাতার ভাষ্য,  প্রচলিত’ গল্পের কনসেপ্টটা আমার মাথায় আসলে অনেক দিন ধরেই। চারপাশে আমরা নানা রকম ঘটনা দেখি বা শুনি, যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত থাকে, সেটা অলিখিত কিংবা লিখিত যেকোনো ফর্মেই থাকতে পারে। এ রকম কিছু ঘটনা থেকে ছোট ছোট উপাদান নিয়ে সাজানো হয়েছে এই সিরিজের কাহিনি। দেখে মনে হবে পরিচিত, কোথাও শুনেছি, আবার অপরিচিতও লাগবে! এমন কিছু গল্পই আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি এ সিরিজে।

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। জানা যায়, সিরিজটির বেশির ভাগ অংশেরই দৃশ্যায়ন হয়েছে রাত্রিবেলা। অভিনেতা মোস্তফা মনওয়ারের গল্পের পুরোটাই শুটিং হয় রাতে। এ সিরিজে তিনি আছেন ছিনতাইকারীর চরিত্রে। গল্পের প্রয়োজনে বাস্তবভিত্তিক দৃশ্যায়ন হয়েছে বলে মত তাঁর।

চরিত্রটি প্রসঙ্গে মোস্তফা মনওয়ার বললেন, চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। এক রাতের গল্প। ছিনতাইয়ের পর থেকে ওই চরিত্রটি এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়। এটা ফুটিয়ে তোলার জন্য পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকেও। ট্রমা, তারপর শারীরিক কসরত (দৌড়াদৌড়ি, ছুটোছুটি)—সব কিছু করাটা শারীরিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। সকালে যখন প্যাকআপ হলো তখন মোটামুটি অর্ধচেতন অবস্থা। গল্পের মধ্যে ওই চরিত্রটির যে অবস্থা, বাস্তাবে আমারও একই অবস্থা দাঁড়িয়েছিল।

সিরিজটি নির্মাণ করতে গিয়ে মজার কিছু অভিজ্ঞতাও জমেছে আবিদ মল্লিকের ঝুলিতে। তিনি বললেন, ইয়াশ-সাদিয়া-মোস্তফা মনওয়ারসহ আরও অনেকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। একটি কাজের জন্য যতটা ভূমিকা থাকা দরকার, সবাই সেটার সর্বোচ্চটা দিয়েছেন এতে। শুধু অভিনয়শিল্পীরাই নয়, সিরিজটিতে এর বাইরেও আরও যাঁরা যুক্ত ছিলেন সবার খুব সহযোগিতা পেয়েছি। সবাই মন দিয়ে কাজটি করেছেন। এটাই সবচেয়ে ভালোলাগার। এছাড়া চরকির অনিন্দ্য ব্যানার্জি দাদা ও রেদওয়ান রনি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। সৃষ্টিশীল কোনো কাজ করতে গেলে একজন নির্মাতার যে ধরনের স্বাধীনতা প্রয়োজন, সিরিজটি বানাতে গিয়ে এই সুযোগ পেয়েছি।

‘প্রচলিত’ নিয়ে উচ্ছ্বসিত সাদিয়া আয়মান বললেন, এখনও তো ট্রেলার কিংবা কোনো কিছু প্রকাশ পায়নি, তাই আমি বেশি কিছু প্রকাশ করতে পারছি না। তবে এতটুকু বলব—এতদিন দর্শকরা আমাকে যেভাবে দেখে এসেছেন তার থেকে ব্যতিক্রমী একটি চরিত্র এটি। লুক, গল্প, চরিত্র—সবই ভিন্ন ধরনের। নতুন কিছু করতে যাচ্ছি বলে এ সিরিজটি নিয় প্রথম থেকেই এক ধরনের উন্মাদনা কাজ করছিল। চরিত্রটি নিয়ে ভাবছিলাম। নির্মাতাকে আমি নিজেই বলেছিলাম—‘কস্টিউম এমন হলে মেয়েটাকে অনেক ভালো লাগবে।’ তখন আবিদ ভাইয়া এবং চরকি থেকে সম্মতি পাই। যে রকমটা চেয়েছিলাম তেমন লুকেই আমাকে দেখা যাবে। গল্প ও লুকের কথা চিন্তা করলে আমরা খুব সুন্দর একটি কাজ করেছি।

জানা গেছে, শিগগিরই চরকিতে প্রচারে আসবে এই অ্যান্থোলজি সিরিজ। সেই প্রস্তুতি চলছে। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয়।  

একুশে সংবাদ/এসআর

Link copied!