AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটকেও ব্যস্ত আলীরাজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৬ পিএম, ৯ অক্টোবর, ২০২৩
নাটকেও ব্যস্ত আলীরাজ

দীর্ঘদিন একটা অতৃপ্তি ছিলো চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আলীরাজের। আর তা হলো দীর্ঘদিন একের পর এক ভালো ভালো গল্পের সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করলেও অভিনয়ের জাতীয় স্বীকৃতি মিলছিলো না তার। অবশেষে এরইমধ্যে দু’টি সিনেমাতে অভিনয়ের জন্য আলীরাজ পরপর দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাতে অভিনয়ের জন্য আলীরাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

তবে আলীরাজ জানান, এই মুহুর্তে সিনেমাতে কাজ করা কমে গেছে। ভালো গল্প, অভিনয় করার মতো চরিত্রে কাজ করার প্রস্তাব খুব বেশি যে আসছে তার কাছে এমন নয়। তবে নিয়মিতই তিনি সিনেমাতে কাজ করার প্রস্তাব পান। সেসব মনের মতো হয়না বিধায় কাজ করা হয়ে উঠছেনা। এরইমধ্যে আলীরাজ টিভিতেও নিয়মিত কাজ করার চেষ্টা করছেন। কারণ একজন আলীরাজের উত্থান টিভি নাটক থেকেই। সিনেমাতে অভিনয় করার আগে তিনি ছিলেন একজন নাট্যাভিনেতা। তাই টিভি নাটকের প্রতি রয়েছে তার অন্যরকম ভালোলাগা, ভালোবাসা।

দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’তে নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়াও এরইমধ্যে গেলো রোববার তিনি জয় সরকারের পরিচালিনায় ‘মনের মতো বোন’ নাটকেও অভিনয় করেছেন।

আলীরাজ বলেন, ‘আমি মূলত একজন শিল্পী। ধরাবাধা নিয়ম নেই যে আমাকে সিনেমাতেই অভিনয় করতে হবে। তবে হ্যাঁ, আমার আজ যে সম্মান, খ্যাতি তার প্রায় শতভাগই এসেছে সিনেমা থেকে। সিনেমায় আমার গুরু বাবা, পথপ্রদর্শক বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক-নায়ক রাজ রাজ্জাক ভাই। তিনি আমাকে আপন ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি আমি। পেয়েছি রাষ্ট্রীয় স্বীকৃতি, যা অনেকের এক জীবনের অভিনয়েও হয়না। তাতে সত্যিই তৃপ্ত আমি। সন্তুষ্ট আমি। অভিনয় জীবন থেকে অনেক কিছু পেয়েছি আমি। তাই আমার বিগত দিনের যতো প্রযোজক, পরিচালক, সহশিল্পী আছেন তাদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। আর এখন বকুলপুর ধারাবাহিকে অভিনয় করছি নিয়মিত। এরইমধ্যে মনের মতো বোন-নামের একটি নাটকেও অভিনয় করেছি। কাজটা ভালো হয়েছে। সহশিল্পী হিসেবে শিরীন আলম, রেশমা’, প্রকৃতিকে পেয়েছি। আশা করি ভালোলাগবে দর্শকের।’

এদিকে আলীরাজ জানান, বদিউল আলম খোকনের পরিচালনায় তিনি ‘আগুন’ সিনেমাতে অভিনয় করেছিলেন। কিন্তু এই সিনেমা এখন অনিশ্চয়তার পথে। 

একুশে সংবাদ/এসআর

Link copied!