বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন একই দিনে। বুধবার ৮০ পেরিয়ে ৮১ তে পা রাখতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে জন্মদিনে এবার ঢাকায় থাকছেন না অপু। পেশাগত কাজের কারণে মঙ্গলবার তাকে ভোলা যেতে হয়েছে সেখানে কাজ শেষ করে বুধবার তিনি ঢাকায় ফিরবেন।
তবে অপু বিশ্বাস জানান, জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই। অপু নিজে কোনো কেকও কাটছেন না। কিছুদিন আগেই ছিলো তার একমাত্র ছেলের জন্মদিন। তখনও তিনি কেক কাটেননি। নিজের জন্মদিনেও কাটবে না। গেলো ৯ অক্টোবর একটি ফটোশ্যুট-এ গিয়ে হঠাৎ তিনি তার জন্মদিনকে ঘিরে এক আনন্দঘন মুহুর্তের মুখোমুখি হন। পুরো আয়োজনকে অপু উপভোগ করলেও সেখানে জন্মদিনের কেকটি কাটেননি তিনি।
এদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে একই দিনে তার জন্মদিন বিধায় অপু বিশ্বাস বলেন, ‘শ্রদ্ধেয় অমিতাভ বচ্চন আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তার অভিনীত বহু সিনেমা আমি দেখেছি। আমার নাম যেহেতু অপু বিশ্বাস, তাই আমাকে শর্টে অনেকেই এবি বলে ডাকেন। আমার অমিতাভ বচ্চন স্যরকে শর্ট নামে অর্থাৎ এবি নামে ডাকা হয়ে থাকে। এই বিষয়টা আমাকে ভীষণ পুলকিত করে, আনন্দ দেয়। তবে যেহেতু একই দিনে আমাদের জন্মদিন, তাই জীবনে একবার হলেও অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে জন্মদিনে না হলেও অন্য যেকোনো সময়ে তারসঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে রাখি। জানিনা বিধাতা আমার এই স্বপ্ন পূরণ করবেন কী না। তবে বলা যেতে পারে এটা আমার অনেক বড় একটি স্বপ্ন। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই. যেনে সুস্থ থাকি-ভালো থাকি।’
গেলো কোরবানীর ঈদে অপু বিশ্বাসের প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। এছাড়াও তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমী প্রীতির বন্ধন’ও আলোচনায় আসে। এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে অপু বিশ্বাস ও নীরব অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।
অপু বিশ্বাস জানান আগামী ডিসেম্বরে নতুন একটি সিনেমার কাজ শুরু হতে পারে। অপু অভিনীত প্রথম সিনেমা ছিলো আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :