জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র ঢাকা আসছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে তেমনটাই নিশ্চিত করেছেন।
শান্তনু মৈত্র ভারতীয় সঙ্গীত পরিচালক, যিনি একাধিক হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত গান কম্পোজ করেছেন। এবার বাংলাদেশের হয়েও কাজ করলেন তিনি। যেটা এক অর্থে অনন্য হয়ে থাকবে ইতিহাসের পাতায়। কারণ তিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মিউজিক কম্পোজ করেছেন। এই সিনেমায় একটি গান গেয়েছেনও তিনি।
জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক প্রথমবার বাংলাদেশে আসছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, এই প্রথম আমার বাংলাদেশ যাত্রা।
তিনি আরও বললেন, আমি উদগ্রীব হয়ে আছি সোনার বাংলাদেশ দেখার জন্য।
শান্তনু মৈত্র সফল ছবি ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’ এ সুর দেয়ার জন্য সর্বাধিক পরিচিত। ২০১৪ সালে তিনি ‘না বাঙ্গারু তাল্লিতে’ শ্রেষ্ঠ সঙ্গীত নির্দেশের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নতুন সঙ্গীত প্রতিভার জন্য তিনি ফিল্মফেয়ার রাহুল দেব বর্মন পুরস্কার পান।
একুশে সংবাদ/স.টি/না.স
আপনার মতামত লিখুন :