AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আট মাসের অপেক্ষায় মুহিন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৭ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
আট মাসের অপেক্ষায় মুহিন

মুহিন খান

সঙ্গীতশিল্পীদের জীবনে এমন অনেক ঘটনা থাকে যে তারা গান গেয়েছেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত সেই গান আর প্রকাশ পায়নি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক মুহিন খানের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম।

তিনি তার প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের মৌলিক গান প্রকাশের দিক দিয়ে একেবারেই ব্যতিক্রম। যেখানে তার প্রজন্মের বহু শিল্পী স্টেজ শোতে গিয়ে অন্য শিল্পীর গান গেয়ে অর্থ উপার্জন করছেন। সেখানে মুহিন নিজের গানই স্টেজে বেশি গেয়ে থাকেন। যখন যে নতুন গান গেয়ে থাকেন তিনি সেই গান প্রকাশ করার চেষ্টা করেন দ্রুত। কারণ তার কাছে মনে হয় যে, যখন যে গানের আবেদন তৈরি হয়, তখনই সে গান প্রকাশ করতে হয়। তবে বাবাকে নিয়ে গানের আবেদন শ্রোতা দর্শকের কাছে আজীবন থেকে যাবে। তাই বাবাকে নিয়ে একটি গান চলতি বছর বাবা দিবসে প্রকাশের জন্য ঠিকঠাক মতো সব কাজ শেষ করলেও বাবা দিবসে গানটি প্রকাশ করতে পারেননি মুহিন। তাই আগামী বছরের ১৬ জুন পর্যন্ত অর্থাৎ আগামী বছর বাবা দিবস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই আট মাস তিনি বাবাকে নিয়ে গানটি যত্নে রেখে দিবেন।

মুহিন জানান, আমি যখন থাকবো না রে জাদু-এমন আবেগময় কথার গানে মডেল হয়েছেন অভিনেতা রওনক হাসান। মুহিন জানান, এরইমধ্যে তার নতুন গান ‘তুই আমার’ গানটি ‘লাইট অ্যান্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন শামীমুর রহমান। সুর সঙ্গীত করেছেন মুহিন খান। গানটি তিনদিন আগেই প্রকাশিত হয়েছে।

হিন খান বলেন, শামীমুর ভাইয়ের কথায় বাবাকে নিয়ে গানটি গেয়েছি। এই গানটি নিয়ে আমার অনেক স্বপ্ন। গেলো জুন মাসে গানটি প্রকাশের ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত গানটি প্রকাশে দেরী হয়েগেলো। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী জুনে বাবা দিবসে গানটি প্রকাশ করবো। এ জন্য রওনক ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তিনি গানটিতে বাবা হিসেবে মডেল হয়েছেন। আর তুই আমার গানটির কথাও সময়োপযোগী। গানটির কথা শুনেই এর সুর করেছি আমি আমার মনেরমতো করে। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আরো নতুন নতুন মৌলিক গান একের পর এক প্রকাশ পাবে।

‘তুই আমার’র আগে মুহিনের সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘ও প্রিয়া ও প্রিয়া’। ‘পদ্মপুরাণ’ সিনেমাতে গান গেয়ে মুহিন সেরা গায়ক হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। গেলো মা দিবসে তার মা ‘মা পদক ২০২৩’-এ ভূষিত হন।  আলীরূপা ফাউ-েশনের উদ্যোগে ও ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘মা পদক ২০২৩’ প্রদান করা হয়।

একুশে সংবাদ/এসআর

Link copied!