নানা জটিলতার পর আবার শুরু হয় শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। কিন্তু সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ফের স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্ট।
তবে এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামের দুই অভিনেতাকে ঘিরে। এদের মধ্যে সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু সিসিএলে অংশ নেন। এ দফায় কোনো মারামারি বা হাতাহাতি না হলেও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ফের খেলা স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।
সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজক মাসুদুর রহমান জানান, দুই দলের দুজন খেলোয়াড় নিয়ে বিদ্যমান জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ফাইনাল খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
সিসিএলে অংশগ্রহণ করা চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘এটা অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু এক ক্যাপ্টেন বললেন অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই জায়গা থেকে দ্বি-মত সৃষ্টি হয়েছে।’
আয়োজকদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দীপঙ্কর দীপন বলেন, আমরা শুরু থেকে নিয়ম মেনেই খেলে সেমিফাইনালে জিতে ফাইনালে এসেছি। কিন্তু খেলোয়াড় নিয়ে হঠাৎ কী সমস্যা হলো এখনও বুঝতে পারছি না আমি।
চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু একজন ক্যাপ্টেন বললেন- অন্তু থাকলে আমি খেলব না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই দ্বিমত থেকেই মূলত বিশৃঙ্খলার সৃষ্টি।
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৩। বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীদের নিয়ে গড়া হয়েছে আটটি দল। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেলেব্রিটি ক্রিকেট লিগ।
একুশে সংবাদ/রা.বিডি/না.স
আপনার মতামত লিখুন :