বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা সুজাতা। তিনি নিয়মিত অভিনয় করছেন কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে। এতে সুজাতা অভিনয় করছেন মালেকা ভাবীর চরিত্রে। মালেকার ছেলে খলিলের সঙ্গে (সাজু খাদেম) একসময় নিগারের (এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী) প্রেম ছিলো। কিন্তু খলির নিগারকে বিয়ে না করে চলে যায় বিদেশে। আর নিগারের বাবা এক বৃদ্ধ মানুষের সঙ্গে নিগারের বিয়ে দেন।
বর্তমানে গল্পে দেখা যাবে যে নিগার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে ব্যস্ত। মালেকা ভাবীর সঙ্গে তার নানান কারণে দেখা হয়। এগিয়ে যায় ‘বকুলপুর সিজন টু’র গল্প।
স্বর্ণলতা জীবনে প্রথম সিনেমা হলে গিয়ে ফারহানা মিলি ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘মনপুরা’ সিনেমাটি হলে গিয়ে দেখেছিলেন। এরপর আরো বেশকিছু সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ হয়েছে তার। তবে সিনেমা হলে গিয়ে সুজাতা অভিনীত কোনো সিনেমা দেখার সুযোগ হয়নি। তবে বিভিন্ন সময়ে টিভিতে সুজাতা অভিনীত ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘আলোর মিছিল’, ‘ছুটির ঘণ্টা’ এসব সিনেমা উপভোগ করেছেন। এছাড়াও সুজাতা অভিনীত বিভিন্ন সিনেমার গানও শুনেছেন স্বর্ণলতা। যেহেতু নিজে কিছুটা হলেও গান গাইতে পারেন স্বর্ণলতা, তাই গুনগুনিয়ে সেসব গান মাঝে মাঝে গেয়েও থাকেন। শূটিং চলাকালীন সময়ে সুজাতার সঙ্গে গল্পে আড্ডায় মেতে উঠেন স্বর্ণলতা। তার কাছ থেকে অতীত দিনের গল্প শুনতেও ভালোলাগে স্বর্ণলতার।
সুজাতা বলেন, ‘অভিনয়ইতো আমার পেশা। অভিনয়টাই করতে চাই। ভালোলাগে, সুস্থ থাকি। কিন্তু খুব বেশি যে কাজের ডাক পাই, এমন নয়। বকুলপুর সিজন টু’র শুরু থেকেই আমি আছি। গল্পটা এবং আমার চরিত্রে খুউব ভালোলাগে। আর স্বর্ণলতা মেয়েটি খূউব লক্ষী, মিষি।ট একটা মেয়ে। আমি তাকে খুউব পছন্দ করি, স্নেহ করি।’
স্বর্ণলতা বলেন, ‘শ্রদ্ধেয় সুজাতা ম্যাডামের সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। আমি সত্যি গর্বিত তারসঙ্গে অভিনয় করতে পেরে। তিনি যে আগের যুগের নন্দিত নায়িকা, তা তার চাল চলনে কথা বার্তায় দারুণভাবে ফুটে উঠে। এটা সত্যি যে তারসঙ্গে যতোটুকু সময় কাটে, ভীষণ ভালো কাটে। আমি অনেক কিছুই শিখতে পারি।’
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :