টেলর সুইফটের কনসার্ট ফিল্ম ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ বিশ্বব্যাপী আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে ১২৬ মিলিয়নের বেশি আয় করেছে। সুইফটের সাফল্যে অভিনন্দন জানাচ্ছেন হলিউড তারকা থেকে শুরু করে অনেক গণ্যমান্য মানুষ।
‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ মুক্তি পেয়েছে এএমসি থিয়েটারের মাধ্যমে। রয়টার্স জানিয়েছে, এখন মার্কিন বক্স অফিসে শীর্ষস্থানে রাজত্ব করছে ফিল্মটি এবং নভেম্বরে সিনেমাটি আরও কিছু দেশে মুক্তি পাবে।
কনসার্ট ফিল্ম হিসেবে ২০০৯ সালে ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’-এর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফটের সিনেমাটি। ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে তিন হাজার ৮৫৫টি থিয়েটারে এবং চার হাজার ৫২৭টি আন্তর্জাতিক থিয়েটারে চলছে।
নির্মাতা ক্রিস্টোফার নোলান বলেন, টেইলর সুইফট হলিউড স্টুডিওগুলিকে দেখাতে চলেছেন যে তার কনসার্ট ফিল্মটি প্রচুর অর্থ আয় করে দৃষ্টান্ত স্থাপন করবে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :