অপেক্ষার প্রহর এবার শেষ হতে যাচ্ছে মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্ত্তীর। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমাটি অবশেষে আগামী বছর ভালোবাসা দিবসকে সামনে রেখে বসন্ত উৎসবে মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
এদিকে এই মুহুর্তে দুর্গা পূজা উদযাপন নিয়ে খুলনায় আছেন ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। তিনি জানান, ‘কাজল রেখা’ শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। সিনেমার সব কাজ শেষ করে আগামী বছর ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেবার ইচ্ছে রয়েছে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘কাজল রেখা’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে পুরো টিম।
সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় অভিনয় করা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসঙ্গে মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘এর আগেও কাজল লেখা মুক্তির কয়েকটি তারিখ প্রায় চুড়ান্ত হয়েছিলো। শেষমেষ বিশ^কাপ খেলার জন্য মুক্তির তারিখ পিছিয়ে গেলো। এখন বসন্ত উৎসবকে কেন্দ্র করেই সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে কাজল রেখা টিম। আশা করছি এবার আর দেরয় হবেনা, এবার বাংলাদেশের দর্শক ৪০০ বছর আগের গল্পের সিনেমা কাজল রেখা সিনেমার পর্দায় দেখতে পাবেন। আমি নিজেকেও রূপালী পর্দায় নিজেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন-সবাই। মূলকথা যেখানেই যাচ্ছি সবাই কাজল রেখার কথাই জানতে চাচ্ছে। এখন কিছুটা আশ্বাস দিতে পারবো যে বসন্ত উৎসবে মুক্তি পাবে আমার অভিনীত প্রথম সিনেমা। আর এই মুহুর্তে আমি দূর্গা পুজা উদযাপনের জন্য খুলনায় আছি। সবার সেঙ্গ বেশ আনন্দই করছিলাম। কিন্তু গতকাল দশমীর মধ্যদিয়ে পূজা শেষ হয়েগেলো। মনটা একটু খারাপই বটে।’
কাজল রেখা’ মুক্তির আগ পর্যন্ত নতুন কোনো সিনেমাতেও অভিনয় করতে পারছেন না মন্দিরা। এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় ফারহানা মিলির ক্ষেত্রেও এমন হয়েছিলো। মিলি ‘মনপুরা’ মুক্তির আগে কোনো নাটক সিনেমাতে অভিনয় করতে পারেননি। ‘মনপুরা’ মুক্তির পর ফারহানা মিলি বেশ আলোচনায় চলে আসেন। আশা করা যাচ্ছে ‘কাজল রেখা’ মুক্তির পর মন্দিরাও আলোচনায় চলে আসবেন। মনপুরা’ ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মসুক্তি পেয়েছিলো।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :