AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিমুর ফোনসহ পলাতক প্রেমিক, হত্যা নাকি আত্মহত্যা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১০ পিএম, ২ নভেম্বর, ২০২৩
হিমুর ফোনসহ পলাতক প্রেমিক, হত্যা নাকি আত্মহত্যা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর পরেই হিমুর প্রেমিক তার ফোন নিয়ে পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) হিমুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

 

আহসান হাবিব নাসিম জানান, উত্তরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক।

 

তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ উত্তরার বাংলাদেশ মেডিক্যালে রয়েছে। মৃত্যুর পর থেকেই হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।

 

তিনি আরও বলেন,  হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

 

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।

 

একুশে সংবাদ/ন.প্র/জাহা

Shwapno
Link copied!