AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হুমায়রা হিমুকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ফারিয়া শাহরিন


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
০১:৩১ এএম, ৫ নভেম্বর, ২০২৩
হুমায়রা হিমুকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ফারিয়া শাহরিন

গত বৃহস্পতিবার মারা গেছেন অভিনেত্রী হুমায়রা হিমু। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে র‌্যাব’র প্রাথমিক তদন্তে।

এদিকে মৃত্যুর পর হিমুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সে বিষয় উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন।

সেখানে তিনি বলেন, হিমু আপুর একটা ভিডিও দেখলাম, যেখানে উনি ভিগো লাইভে ডিগবাজি খাচ্ছেন। শুনলাম, ওই লাইভ করলে নাকি পে করা হয়। কেন ভাই আপনারা কি পারেন না সব আর্টিস্টদের নিয়ে কাজ করতে? যারা অভিনয়টা ভালোবাসেন তাদের সবাইকে কোনো না কোনো কাজ দিতে?

হুমায়রা হিমুর মানসিক অবস্থা উল্লেখ করে ফারিয়া বলেন, আপুটার বাবা-মা, ভাই-বোন কেউ ছিল না, উনি কার কাছে মনের কথা বলতেন? উনার সংসার কীভাবে চলতো, কীভাবে একা একা সার্ভাইভ করেছেন, খেয়ে-পরে বেঁচে ছিলেন তা কি কেউ ভেবেছেন? নিশ্চয়ই অভিনয় থেকে যা প্রত্যাশা করে পায়নি বলেই এসব লাইভ করতেন, নিজেকে ব্যস্ত রাখতেন, আয় করতেন! কিন্তু একজন শিল্পী শুটিং নিয়ে থাকবেন- এটাই তার কাজ, ওই কাজ যদি আপনারা নিয়মিত করতে না দেন তাহলে দম আটকে আসার কথা।

তিনি বলেন, যারা ছবি শেয়ার করছেন, এরকম আরও অনেক আর্টিস্ট আপনাদের সঙ্গে কাজ করছে, একটা কাজের ডাক পেতে প্রতিদিন তারা অপেক্ষা করেন। কিন্তু আপনারা শুধু যাদের ভিউ আছে তাদের নিয়ে দৌড়ান। কেন ভাই? ভালো পরিচালক হলে তো ভিউ আপনাদের নির্দেশনার জন্যই আসবে।

আমারও মাঝে মাঝে হতাশ লাগে, মনে হয় কী করছি, যা করার যোগ্য তা তো করছি না, একটা গ্রুপই করে যাচ্ছে। তখন মনে হয়, আমারই ব্যর্থতা। সুতরাং আমি আমার মতো থাকি। কিন্তু সবার জীবন তো আর এক না।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!