AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছকের বাইরে ইশা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪১ পিএম, ৬ নভেম্বর, ২০২৩
ছকের বাইরে ইশা

ইশা সাহা

ইশা সাহা; প্রথমবার কমেডি ছবিতে অভিনয়। অথচ চিত্রনাট্য না শুনেই রাজি হয়ে গিয়েছিলেন তিনি! ভরসা ছিল পরিচালকের ওপর, নিজের ওপরেও। ওপার বাংলার অন্যতম পরিচিত মুখ তিনি, প্রশংসিতও।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘একটু সরে বসুন’ ছবিতে পিউয়ের চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা। টলিউডে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও, সামাজিক কমেডি ইশার ক্যারিয়ারে এই প্রথম।

ইশা বলছেন, কমলদা ফোন করেছিলেন ছবিটার জন্য। বলেছিলেন কাজ করতে হবে। একটুও সময় না নিয়েই রাজি হয়ে যাই। তখনো চিত্রনাট্য পর্যন্ত  শুনিনি। কাজ শুরু করে জানলাম, বনফুলের গল্প অবলম্বনে তৈরি এটি একটি সামাজিক কমেডি।

ইশা সাহা

ইশা আরো বলেন, এর আগে আমি পর্দায় প্রায় সব সময়েই খুব গভীর বা গম্ভীর চরিত্রে অভিনয় করেছি। কমেডি ছবিতে কাজ নিয়ে একটু টেনশনে ছিলাম। কমলদা বুঝিয়েছিলেন, এই ছবি সুড়সুড়ি দিয়ে হাসানোর নয়, সাধারণ সংলাপই এমন বুদ্ধিদীপ্ত হবে যে দর্শকের হাসি পাবে। একটু অন্য ধরনের চরিত্রে কাজ করতে চেয়েছিলেন ইশা, সেই সুযোগই তার কাছে এনে দিয়েছে ছবিটি।

ইশা আরও বলেন, শেষ যে ছবিগুলোয় আমি কাজ করেছি, সেগুলো হয় থ্রিলার বা প্রেমের ছবি। ছকের বাইরে গিয়ে এবার অভিনয় করবো। ভাবতেই ভালো লাগছে।


একুশে সংবাদ/এসআর

Link copied!