প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের পরিচালায় অন্তত জলিলের বিপরীতে ‘কিল হিম’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের অভিনেত্রী মিষ্টি জাহান। এবার একই পরিচালকের আরেকটি ছবিতে কাজ করেছেন তিনি।
ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন মিষ্টি। ‘ডেডবডি’ ছবিতে মিষ্টি ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অন্বেষা রায়, ওমর সানী, শ্যামল মাওলা, জিয়াউল রোশান প্রমুখ।

গত মাসের ১০ তারিখ ছবিটির শুটিং শুরু হয় ঢাকায়। এরপর বান্দরবানে ছবিটির টানা শুটিং হয় প্রায় পনেরো দিন। গান ছাড়া বাকি সব শুটিংই সম্পন্ন হয়ছে ছবিটির।
মিষ্টি জাহান বলেন, ‘কিল হিম’ এর পর ভালো আয়োজনের আরেকটি ছবির কাজ করলাম। ‘ডেডবডি’ ভৌতিক ছবি হলেও এখানে অনেক ভিন্নতা খুঁজে পাওয়া যাবে।

মিষ্টি আরো বলেন, বেশ ভালোভাবে এর শুটিং শেষ করেছি। খুব দ্রুতই গানের কাজ করবো। এ ধরনের গল্প নিয়ে আগে দেশে ভৌতিক সিনেমা হয়নি। সেদিক থেকে গল্পটাই ছবির হিরো বলা যেতে পারে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :