AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৬ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩
প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি

বলিউডে অনেক তারকা আছেন যারা আলোকচিত্রীদের দেখলে খুব একটা ভালো ব্যবহার করেন না। তাদের দেখলে মেজাজ হারান অনেক তারকা।

 

সেই তালিকার বেশ এগিয়ে আছেন জয়া বচ্চন, রণবীর কপুর, সালমান খানরা। তবে মুদ্রার উল্টো পিঠের মতো সেখানে ব্যতিক্রম রানি মুখার্জি।

 

সম্প্রতি দীপাবলির অনুষ্ঠানে যাচ্ছিলেন রানি। সেখানে তার গাড়ি দেখা মাত্রই ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে রীতিমতো চোট পেয়ে বসেন এক আলোকচিত্রী।

 

এ ঘটনায় সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন এ অভিনেত্রী। তিনি আহত ব্যক্তিতে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন। রানির এমন ব্যবহারে মুগ্ধ হয়েছেন আলোকচিত্রীরা। রীতিমত  প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি।

 

এদিকে বেশ কয়েক বছর আগে একইভাবেই এক আলোকচিত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

 

রানি মুখার্জি দীর্ঘ সময় বলিউডে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন। পরে বিয়ে করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দেন তিনি।

 

সম্প্রতি রানির ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। শোনা গেছে, রানি তার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’-এর নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

 

একুশে সংবাদ/ঢা.পো/না.স

Shwapno
Link copied!