AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিকিকে ‘জোকার’ মনে হয় ক্যাটরিনার!


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
১২:৫৬ পিএম, ১ ডিসেম্বর, ২০২৩
ভিকিকে ‘জোকার’ মনে হয় ক্যাটরিনার!

টেনেটুনে বছর দুয়েকের প্রেম। তাও আড়ালে-আবডালে! নিজেদের সম্পর্ককে ছবিশিকারিদের ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই প্রেম পরিণতি পেয়েছে ২০২১ সালে।

তাদের সমীকরণ নিয়ে বলিপাড়ায় ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। প্রেম করে বিয়ে, তার পরেও নাকি যুগলের মধ্যে ছোটখাটো ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। এই যেমন ভিকির সাজপোশাকের ধরন নাকি একেবারেই পছন্দ নয় ক্যাটের। এদিকে তিনি নিজে বলিউডের অন্যতম কেতাদুরস্ত নায়িকা। স্বামীর সাজপোশাক দেখে তাকে ‘জোকার’ বলে কটাক্ষ করতেও নাকি ছাড়েন না ক্যাটরিনা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, তার সাজপোশাক নিয়ে নাকি খুবই অসন্তুষ্ট তার স্ত্রী। ভিকির কথায়, ‘এমনিতে আমার ফ্যাশন নিয়ে ও অনেক রকমের নতুন পরামর্শ দিয়েছে, আমার আলমারিতে নতুন ধরনের পোশাকও এসেছে। তবে এখনও আমি যা হোক একটা জামা পরে বাড়ি থেকে বেরোতে গেলেই ও বলে, ‘কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছে’! এমনও হয়েছে কত বার যে, ক্যাট আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গিয়েছে জামা বদলানোর জন্য। আমি সরল মনে জিজ্ঞাসা করি, ‘এই জামাটায় কী সমস্যা আছে’? ও বলে, ‘এই পুরো পোশাকটাই ভুলভাল’!’

তবে স্ত্রীর কাছে বকা খেলেও তার থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাও পান ভিকি। পর্দার ‘স্যাম বাহাদুর’-এর মতে, ‘আমি ওকে দেখে বুঝতে পারি, ওর মাপের তারকা হতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা অধ্যাবসায় লাগে। কোনও একটা কঠিন গান বা অ্যাকশন দৃশ্য শুট করার আগে ও কয়েক মাস ধরে নিজেকে তৈরি করে। আলাদা ডায়েট, কঠিন ট্রেনিং- কিছুই বাদ দেয় না। নিজেকে পুরোপুরি ওই ছাঁচে ফেলে দেয় ক্যাট। এগুলো অবশ্যই শিক্ষণীয়।’’


একুশে সংবাদ/এসআর

Link copied!