বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয় শিল্পী খায়রুল বাসার ও কেয়া পায়েল। দুজনই অনেক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কেয়া পায়েল কখনো রোমান্টিক গল্পের নাটকে, আবার কখনো জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করে নিজের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। নিজের নামটি তারকা নামে পরিণত করেছেন।
অন্যদিকে খায়রুল বাসার একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নির্মাতাদের পছন্দের তারকাতে পরিণত হয়েছেন তিনি। তাকে ঘিরেও ভালো ভালো গল্পের নাটক নির্মিত হচ্ছে। তবে খায়রুল বাসার ও কেয়া পায়েলের অভিনয় জীবনের চলার পথে দু’জনেরই প্রথম পরিচয় হলো ‘পরিচয়’ নাটকে অভিনয় করতে এসে।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় তারা দু’জন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ^জিৎ দত্ত।
খায়রুল বাসার, কেয়া পায়েল এর আগে প্রীতি দত্তের পরিচালনায় কাজ করলেও এবারই প্রথম তারা দু’জন প্রীতি দত্তের পরিচালনায় কাজ করলেন।
কেয়া পায়েল বলেন, ‘এর আগে প্রীতি আপুর নির্দেশনায় আমি বেশ কয়েকটি ভালো ভালো গল্পের নাটকে কাজ করে বেশ সাড়া পেয়েছি। তবে এবারই প্রথম তার পরিচালনায়য় খায়রুল বাসারের সঙ্গে আমার কাজ করা। স্ক্রিণে তাকে এর আগে দেখেছি। প্রথম তার সঙ্গে কাজ করে বেশ ভালোলেগেছে। প্রীতি আপুও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি আগামীতে খায়রুল বাসারের সঙ্গে আরো কাজ হবে এবং সেসব কাজ দর্শকের কাছে সমাদৃত হবে।’
খায়রুল বাসার বলেন, ‘প্রীতি দিদির নির্দেশনায় কাজ করতে এলে একটা পারিবারিক আবহের সৃষ্টি হয়। কারণ আমরা একই ক্যাম্পাসের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কেয়া পায়েলের সঙ্গে প্রথম কাজ করতে এসে অনুভব করলাম যে পায়েল ভীষণ আন্তরিক। মনেই হয়নি তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার নিজেরও অনেক সময় কারো সঙ্গে প্রথম কাজ করতে এসে আন্তরিক হতে সময় লাগে। কিন্তু পায়েল ব্যতিক্রম। যেহেতু আমাদের দু’জনেরই গল্পটা পছন্দের ছিলো। তাই কাজটিও ভালোভাবেই করার চেষ্টা করেছি।’
প্রীতি দত্ত জানান, শিগগরিই নাটকটি প্রচারে আসবে। এদিকে খায়রুল বাসার এরইমধ্যে সাবিলা নূরের সঙ্গে আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। এদিকে কেয়া পায়েল’র পোষা বিড়ালটি গেলো ১১ ডিসেম্বর রোড অ্যাক্সিডেন্ট-এ মারা যাওয়ায় ভীষণ মন খারাপের মধ্যেই শুটিং করেছিলেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :