নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দেশে ফিরেছেন। গত প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। তিন বছরের বেশি সময় পর এবার ঢাকায় এলেন তিনি। টানা এত লম্বা সময় দেশ ছেড়ে থাকা হয়নি তার। অনেকটা গোপনেই দেশে ফিরেছেন তিনি।
রোববার ছিল এই নায়িকার জন্মদিন। জন্মদিনটিও দেশেই পরিবারের সঙ্গে উদ্যাপন করেন।
শাবনূর বলেন, দেশে আসার খবরটা পরিবার ছাড়া কাউকে জানাতে চাইনি। অনেক দিন পর দেশে ফিরলাম। অনেক কাজ জমে আছে। সেগুলোই শেষ করছি। এখানেই শেষ নয়, নতুন সিনেমায়ও যুক্ত হওয়ার কথাবার্তা চলছে এ নায়িকার। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষামাজা চলছে, পরিচালকের সঙ্গে সলাপরামর্শ করছেন। চলছে রিহার্সেলও।
একটি সূত্র নিশ্চিত করেছে, নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন শাবনূর। সেটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আর তাতে শাবনুরের নায়ক হিসেবে থাকছেন মাহফুজ আহমেদ।
মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন শাবনূর। দেড় যুগ চলচ্চিত্রে একটানা অভিনয় করেছেন। এ সময় অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরে এলেও আজ পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :