AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ডানকি’ থেকে যে টাকা আসবে, সেটা স্টার্ক নিয়ে নেবে : শাহরুখ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৪ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৩
‘ডানকি’ থেকে যে টাকা আসবে, সেটা স্টার্ক নিয়ে নেবে : শাহরুখ

ভারতে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোরেই প্রেক্ষাগৃহগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার। কারণ, শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে।

 

অবশ্য সিনেমাটি যে ব্যবসাসফল হবে মুক্তি পাওয়ার আগেই ধারণা করে রেখেছেন অনেকে।  কেউ কেউ বলছেন, ‘পাঠান’, ‘জওয়ান’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ডানকি।

বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ আস্ক এসআরকে সেশন রেখেছিলেন শাহরুখ। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।  

সেখানেই এক ভক্ত মজার ছলে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর আইপিএলে অসি পেসার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু?

ভক্তের এমন মজাদার প্রশ্নের জবাবও মজা করেই দিলেন শাহরুখ। তিনি পাল্টা টুইটে লিখেছেন, এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা...

ভক্তের এমন প্রশ্ন করার কারণও আছে।  

সদ্য অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে যা কিনা সর্বোচ্চ দাম।  

তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!