টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এসেছিলেন ঢাকায়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদানের জন্যই এবারের সফর ছিল ওপার বাংলার এই নায়িকার। গত ২৪ জানুয়ারি ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শিত হয় ঢাকার এই চলচ্চিত্র উৎসবে। এতে দর্শকের সঙ্গে বসে সিনেমা উপভোগ করেন টালি তারকা।
গত ২০ জানুয়ারি ঢাকায় আসেন স্বস্তিকা। পাঁচদিন থাকার পর আবার পশ্চিমবঙ্গে যান অভিনেত্রী। তবে বাংলাদেশে অল্প দিনের সফর হলেও এই সময় এপার বাংলার মানুষের অজস্র ভালোবাসা পেয়েছেন তিনি। সেই ভালোবাসায় আবেগাপ্লুত। কিন্তু এত ভালোবাসার মাঝে হঠাৎ করেই দুঃখ ভরাক্রান্ত মনে দেখা গেল তাকে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটাই দেখা গেল স্বস্তিকাকে। মূলত, সপ্তাহ খানেক আগে ঢাকায় আসার আগে ভারতের একটি সংবামাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় ভক্তদের একাংশ নেতিবাচক মন্তব্য করেন সেখানে। এ নিয়েই কথা বলেছেন অভিনেত্রী।
এ অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘এয়ারপোর্টের পথে এই আর্টিকেলটা চোখে পড়ল। বিজয়ার পরে সিনেমার প্রমোশনে দেয়া ইন্টারভিউ। কয়েকটা কমেন্ট চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত।’
তিনি লিখেছেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়তো একটু খারাপ লাগতো। কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত ভালোবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে―নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।’
নিজ দেশের ভক্তদের একহাত নিয়ে আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে।’
এরপরই বাংলাদেশের প্রশংসা করে এ অভিনেত্রী লিখেছেন, ‘ধ্যাঙ্ক ইউ বাংলাদেশ। আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালোবাসায় আমার অনেক ভালো হবে।’
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শুরু হয় ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে ৭৪টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়। এ উৎসবের পর্দা নামবে আগামী ২৮ জানুয়ারি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :