AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিয়ারার হাতের ঘড়ির দাম শুনে মাথায় হাত নেটিজেনদের!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৭ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৪
কিয়ারার হাতের ঘড়ির দাম শুনে মাথায় হাত নেটিজেনদের!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ভালোবেসে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। বর্তমানে কাজ আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।

 

বলিউডের অন্য অভিনেত্রীদের মতো কিয়ারাও দারুণ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন তিনি। এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে খবরের শিরোনামে উঠে এলেন কিয়ারা।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা। এদিন কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন তিনি। পাশাপাশি হালকা মেকাপে লাস্যময়ী রুপেই ক্যামেরায় ধরা দেন কিয়ারা। কিন্তু সবকিছু ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়ি।

শুধু তাই নয়, ঘড়ির মূল্য শুনেই অবাক হয়েছেন নেটিজেনরা। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী, কিয়ারার ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়— বাজারে ঘড়িটি নতুন এনেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কিয়ারার এই ঘড়িটি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী।

প্রসঙ্গত, কিয়ারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে তার বিপরীতে দেখা যায় কার্তিক আরিয়ানকে। সমীর বিদ্যানস পরিচালিত সিনেমাটি গেল বছরের ২৯ জুন মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে বক্সঅফিসে। এছাড়া বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কিয়ারা।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!