নতুন বছরের শুরুতেই যেন হোঁচট খেলেন জনপ্রিয় তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। কারণ একমাত্র ছোট্ট ফুটফুটে সন্তান মালতীকে নিয়ে নিজেদের বিলাসবহুল বাড়ি ছাড়তে হলো নিক-প্রিয়াঙ্কাকে।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের পর যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ায় স্বপ্নের ঘর বাঁধেন মার্কিন গায়ক নিক জোনাস। কিন্তু বিধি বাম! বিলাসবহুল স্বপ্নের সেই রাজপ্রাসাদ ছেড়ে এখন ‘ঘরহারা’ হলেন এ তারকা দম্পতি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে প্রিয়াঙ্কাকে বিয়ের পর ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এ বিলাসবহুল বাড়িটি কিনেন নিক। এ তারকা দম্পতি বিয়ের পর এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে স্বপ্নের এ আবাসস্থল গড়ে তোলেন নিক-প্রিয়াঙ্কা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২শ কোটি। কিন্তু এ বাড়িতেই দেখা দেয় বিপত্তি।
জানা গেছে, এক ধনকুবেরের থেকে এ বাড়িটি কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। কিন্তু বাড়ি কেনার দুই বছরের মধ্যেই এ বাড়িতে থাকা পানির পাইপগুলোতে সমস্যা দেখা দিতে শুরু করে।
যে কারণে প্রায়ই বাড়ির ভেতরের কিছু রুমের ফ্লোর প্রায়ই পানিতে ভরে যেতে শুরু করে। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলে এ সমস্যা। বর্তমানে বাড়িটিতে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এ তারকা দম্পতির।
আর তাই বিলাসবহুল এ রাজপ্রাসাদটি ছাড়তে বাধ্য হয়েছেন তারা। তবে এরইমধ্যে ধনকুবের সেই বাড়ির বিক্রেতার বিরুদ্ধে মামলা করেছেন নিক-প্রিয়াঙ্কা। পানির পাইপে সমস্যা আর ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করতে এ পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা খরচ করতে হয়েছে, মামলায় এমন অভিযোগও করেছেন এ তারকা দম্পতি। বাড়ির পানির পাইপে সমস্যায় পানি পড়ে স্বপ্নের বাড়িটি বাসের অযোগ্য হয়ে পড়ায় এ আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নিক-প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিক-জোনাসের বিলাসবহুল বাড়িতে আছে সাতটি বেডরুম, নয়টি বাথরুম ও একটি বিশাল কিচেন। এছাড়াও আছে একটি বাস্কেটবল কোর্ট, জিম, হোম থিয়েটার, বোলিং অ্যালি, বিলিয়ার্ডস রুম, স্পা, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট লাউঞ্জের মতো অত্যাধুনিক সুবিধা।
একুশে ষংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :