AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫ বছর পর ফের এক হলেন এ আর রহমান-প্রভু দেবা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২৫ পিএম, ২৩ মার্চ, ২০২৪
২৫ বছর পর ফের এক হলেন এ আর রহমান-প্রভু দেবা

বলিউডের জনপ্রিয় দুই তারকা এ আর রহমান ও প্রভু দেবা। একজন গানের জগতে অনন্য, আরেকজন নাচের গুরুদেব। ২৫ বছর পর ফের এক হলেন তারা।


‘মুকাবলা’ এবং ‘উর্বশী’সহ তামিল মুভি ‘কাধলান’র হিট গানগুলো ব্যাপক সাফল্য অর্জন করে। ২৫ বছর পরও সেই গানগুলোর চর্চা তুঙ্গে। হিন্দি এবং তেলেগুতে ডাব করা সংস্করণের পাশাপাশি এই গানগুলোর আসল ভার্সনও বক্স-অফিসও মাতায়। শুধু তাই নয়, একটি প্রজন্মকে প্রভু দেবার নৃত্যের চাল অনুকরণ করতেও অনুপ্রাণিত করে।

বর্তমানে নির্মিত হওয়া ‘এআরআরপিডি-৬’ সিনেমায় একসঙ্গে আবারও দেখা যাবে রহমান ও প্রভু দেবাকে। সিনেমাটি লেখক ও নির্মাতা মনোজ এন এসের একটি সৃজনশীল প্রচেষ্টা। গত ২২ মার্চ সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই।

মিউজিক মেস্ট্রোর শেয়ার করা পোস্টারটিতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবির পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে।

‘এআরআরপিডি-৬’র প্রভু দেবা, যোগী বাবুসহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন—মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও।

যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় রয়েছেন মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডা. প্রবীন এলাক। সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন রহমান। শিগগিরিই একসঙ্গে কাজের চিত্রগ্রহণ শুরু হতে চলেছে রহমান ও প্রভু দেবার।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!