AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিউড স্বপ্নপূরণে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নায়িকার! আটকে রাখা হত মেকআপ রুমে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৮ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪
বলিউড স্বপ্নপূরণে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নায়িকার! আটকে রাখা হত মেকআপ রুমে

‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। পরে কাজ করেন ‘শুভ সগুন’ নামের আরেকটি ধারাবাহিকে। আর তারপর থেকেই যেন গল্প বদলে গেছে তার। ‘আতঙ্কে দিন কাটছে’ জানিয়ে করেছেন ওই ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যও।

 

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃষ্ণা লিখেছেন, এতদিন আমি নিজের মনের ভেতের জমে থাকা কথাগুলো বলার সাহস পাইনি। কিন্তু ঠিক করেছি, আর নয়। এবার সব বলব। গত দেড় বছর ধরে আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা থাকলেই চরম দুশ্চিন্তায় ভুগছি। আতঙ্কিত হয়ে পড়ছি। আর এসবের সূত্রপাত শেষবার যখন আমি দঙ্গল টিভির ‘শুভ সগুন’ ধারাবাহিকে কাজ করেছিলাম। এখন বুঝতে পারছি, ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

Shwapno

ওই পোস্টে তিনি আরও লেখেন, প্রযোজক কুন্দন সিং তাকে নিয়মিত হয়রানি করতেন। এমনকি অসুস্থ হয়ে পড়লেও আটকে রাখতেন মেকআপ রুমে। এছাড়া যখন সে জামা বদলাতো, তখন দরজা এমনভাবে ধাক্কা দিত মনে হতো যে ভেঙে ফেলবে। এরপর অসুস্থ হয়ে পড়লে সিদ্ধান্ত নেন কাজ বন্ধ করে দেওয়ার।

এই অভিনেত্রী লিখেছেন, পাঁচ মাস হয়ে গেলেও তিনি এখনও বকেয়া টাকা পাননি। অনেকবার দঙ্গল টিভি ও প্রযোজকের অফিসে গিয়েছেন। তবুও কেউ কোনো সহযোগিতা করেননি। সে কারণে তার মনে হচ্ছে, তিনি শেষ হয়ে যাচ্ছেন। ভুগছেন নিরাপত্তাহীনতায়।

কৃষ্ণার ওই ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই সহমর্মিতা জানালেও মেলেনি অভিযুক্ত প্রযোজকের কোনো বক্তব্য।

একুশে সংবাদ/আর.টি/এনএস
 

Link copied!