AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ের গুঞ্জন অভিনেত্রীর!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৪৭ পিএম, ১২ মে, ২০২৪
দ্বিতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ের গুঞ্জন অভিনেত্রীর!

ভারতের ছোটপর্দার অভিনেত্রী দালজিত কৌর। তিনি মূলত কুলবধুতে নিয়তি চরিত্রে, ইস পেয়ার কো কেয়া নাম দু?-এ অঞ্জলির চরিত্রে এবং কালা টিকা-এ মঞ্জরি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে নিয়ে মিডিয়া পাড়ায় চলছে প্রতারণার গুঞ্জন।


দালজিত কৌর শালিন ভানোতকে বিয়ে করেন ২০০৯ সালে। সেটি ছিল তার প্রথম বিয়ে। শালিন ভানোত ছিলেন একজন অভিনেতা ও বিগ বস’র প্রাক্তন প্রতিযোগী। তবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

এরপর কেনিয়ার ব্যবসায়ী নিখিল পাটেলকে বিয়ে করেন ২০২৩ সালে। বছর না ঘুরতেই আবারও বিচ্ছেদের গুঞ্জন। তবে বিচ্ছেদ হয়নি এখনও। স্বামীর সঙ্গে চলছিল সাংসারিক কলহ।

কিন্তু ভারতের মিডিয়ায় নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে দালজিতকে নিয়ে। তিনি নাকি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন!

সম্প্রতি দালজিত কৌ তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে বেশ ফ্রেশ দেখাচ্ছিল। যেন সে এইমাত্র গোসল সেরে এসেছেন। ছবিতে তার চুল ভেজা দেখা যাচ্ছে। তাকে তার ভেজা চুলে সিঁদুর লাগানো অবস্থায় দেখা গেছে।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘স্টুডেন্ট মুড অন’। ওই ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে দালজিতের সিঁথিঁর উজ্জ্বল লাল সিঁদুর।

দালজিত কৌর ছুনা হ্যায় আসমান দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর স্টার প্লাসের শো সান্তা-এ দেখা যায় তাকে। 

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!