AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিন্দি ধারাবাহিকে বাংলার দেবচন্দ্রিমা!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৩ পিএম, ১৬ মে, ২০২৪
হিন্দি ধারাবাহিকে বাংলার দেবচন্দ্রিমা!

বাংলার পর এ বার হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা সিংহ রায়। পথ দেখিয়েছিলেন বড়রা। তার পর টলিপাড়ার তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে অনেকেই এখন বলিউডে কাজের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন বাংলার একাধিক শিল্পী। এর আগে ‘ইমলি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জাতীয় স্তরে দর্শকের নজর কেড়েছেন অদ্রিজা রায়। এ বার হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে বলিউড-যাত্রা শুরু করলেন আর এক অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

কালারস চ্যানেলের নতুন সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম দেবচন্দ্রিমা। সম্প্রতি ধারাবাহিকের ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। সেখানে দেবচন্দ্রিমার লুক দেখে অনুরাগীদের মধ্যে উৎসাহ বেড়েছে। ধারাবাহিকের শুটিং চলছে পুরোদমে। এক ফাঁকে আনন্দবাজার অনলাইনকে তাঁর নতুন সফরের অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী।

ধারাবাহিকে দিয়া চরিত্রে দর্শক দেবচন্দ্রিমাকে দেখবেন। তবে চরিত্র নিয়ে এখনই অভিনেত্রী খুব বেশি খোলসা করতে রাজি নন। কী ভাবে হিন্দি ধারাবাহিকে সুযোগ পেলেন তিনি? উত্তরে মুম্বাই থেকে দেবচন্দ্রিমা বললেন, ‘‘গত এক বছর ধরেই আমি মুম্বাইয়ে এসে নিয়মিত অডিশন দিচ্ছিলাম। অবশেষে এ বার নির্বাচিত হলাম।’’

প্রাথমিক প্রতিক্রিয়ার কথা জিজ্ঞাসা করতেই দেবচন্দ্রিমা জানালেন যে, স্বভাবতই খুশি হয়েছিলেন তিনি। কিন্তু একই সঙ্গে দায়িত্বও আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। বললেন, ‘‘২৯ মার্চ ছিল আমার জন্মদিন। তখনই জানতে পারি যে, আমি নির্বাচিত হয়েছি। তাই এ বারের জন্মদিনের এটাই ছিল আমার কাছে সেরা উপহার।’’

বাংলায় দেবচন্দ্রিমার এখনও অবধি শেষ ধারাবাহিক হল ‘সাহেবের চিঠি’। অভিনেত্রী জানালেন, মুম্বাইয়ে অডিশন দেওয়ার জন্যই গত এক বছর তিনি বাংলায় কোন ধারাবাহিকে অংশ নেয়নি। নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। দেবচন্দ্রিমার কথায়, ‘‘আমরা রাজস্থানে কয়েক দিনের আউটডোর করে এসেছি। এখন মুম্বাইয়ে শুটিং চলছে।’’

বাংলার কাজের সঙ্গে মুম্বাইয়ে শুটিংয়ের মধ্যে যে বিস্তর কোনও ফারাক রয়েছে, তা মানতে নারাজ দেবচন্দ্রিমা। বরং জানালেন, আসল চ্যালেঞ্জ ভাষা। তাঁর কথায়, ‘‘সাধারণ জীবনে যে হেতু আমরা হিন্দি বলতে অভ্যস্ত নই, তাই সেটা অনেক সময়ে সমস্যা হতে পারে। হিন্দিতে অনেক উর্দু শব্দ থাকে। তাই ভাল করে চিত্রনাট্য পড়ছি।’’ তবে হিন্দির জন্য আলাদা কোনও প্রশিক্ষণ তিনি নিচ্ছেন না, বলেই জানালেন দেবচন্দ্রিমা। তাঁর কথায়, ‘‘এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। প্রতি দিন একটু একটু করে শিখে নিচ্ছি।’’ বাঙালি অভিনেতাদের মুম্বাই যে আলাদা কদর করে, সে কথাও জানাতে ভুললেন না দেবচন্দ্রিমা।

ধারাবাহিকে তাঁর সঙ্গেই অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার দুই পরিচিত মুখ। নিয়া শর্মা ও জ়ায়েন ইবাদ খান। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কী রকম? দেবচন্দ্রিমা বললেন, ‘‘ওঁরা আমাকে প্রচণ্ড সাহায্য করছেন। এতটাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার যে, বুঝতেই পারছি না যে, ওঁরা তারকা।’’

বলিউডে দেবচন্দ্রিমার এটিই প্রথম কাজ। খবর ছড়াতেই টলিপাড়া থেকে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই সামজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর ধারাবাহিকের ‘প্রোমো’। দেবচন্দ্রিমা বললেন, ‘‘প্রত্যেকে খুশি। সকলে মেসেজ করেছেন। আসলে আমি তো প্রত্যেককে বলতাম যে মুম্বাইয়ে চেষ্টা করছি। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি বলে সকলেই খুশি।’’

ধারাবাহিকের কাজ বড় দায়িত্ব। এ দিকে আগামী মাসে বাংলায় মুক্তি পাবে দেবচন্দ্রিমা অভিনীত ছবি ‘বুমেরাং’। ছবির প্রচারের সময়ে কী ভাবে সময় দেবেন তিনি?

দেবচন্দ্রিমা হেসে বললেন, ‘‘আমার মনে হয়, একটু আলোচনা করে নিলে ঠিকই সময় বের করে নিতে পারব।’’ ভবিষ্যতে হিন্দির সমান্তরালে বাংলার সম্ভাব্য কাজ নিয়েও এখনই কিছু ভাবতে রাজি নন দেবচন্দ্রিমা। বললেন, ‘‘সবে শুরু করেছি। এত কিছু ভাবার সময়ই পাইনি। আপাতত মন দিয়ে কাজটা করতে চাই। তার পর যা হবে, সেই মতো পরিকল্পনা করব।’’

 

একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা

 

Link copied!