AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসপাতালে ভর্তি পূজা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৫৫ পিএম, ২৬ মে, ২০২৪
হাসপাতালে ভর্তি পূজা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

টাইমস নাও-কে পূজা বলেন, ‘শুরুতে জ্বর ছিল। খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ ধরা পড়েছে পূজার। তিনি ভালোভাবে কথাও বলতে পারছেন না। খাবারও খেতে পারছেন না ঠিকমতো। স্যালাইন চলছে নায়িকার।

পূজা জানিয়েছেন, হাসপাতালে পাশে রয়েছেন তার স্বামী কুণাল। কুণাল ছাড়া তাকে দেখভালের আর কেউ নেই পাশে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। চিকিৎসক জানিয়েছেন সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে।

হিন্দি টেলিভিশনেও কাজ করেছেন পূজা। তবে কলকাতার সিনেমায় কাজ করে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। কিছুদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেনজিতের নায়িকা হিসেবেও একটি ছবির কাজ শেষ করেছেন।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Shwapno
Link copied!