AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪২ পিএম, ২৭ মে, ২০২৪
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’

বিনোদন জগতের বিশাল একটি অংশজুড়ে রয়েছে শাকিব খান। বড় কোনো উৎসব মানেই শাকিবের সিনেমা মুক্তি। ঈদে সেই আবহ যেন ছড়িয়ে পড়ে চারদিক। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’। এবার ওটিটিতে মুক্তির পালা।

জানা গেছে, শাকিবের ‘রাজকুমার’ এবার আসছে ওটিটি প্লাটফর্মে। শিগগিরই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ।

এ বিষয়ে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন, ‘ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি।’

এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে ছবিটি।

‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া অভিনয়ে আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!