‘জেনারেল হসপিটাল’খ্যাত মার্কিন অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ মে) দিবাগত ভোর রাতে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে জনির বয়স হয়েছিল ৩৭ বছর।
শনিবার (২৫ মে) লস অ্যাঞ্জেলেসে তার গাড়িতে থাকা কনভার্টার চুরির উদ্দেশ্যে তিনজন লোককে দেখে এগিয়ে যায় জনি। এসময় তার সঙ্গে চোরদের সঙ্গে কথা কাটাকাটির হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি রাত ৩টা ২৫ মিনিটে ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় চোরদের মুখোমুখি হন গাড়ির মালিক। তখন চোরদের একজন ওই ব্যক্তিকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব শিগগির ধরা পড়বেন ওই তিন ব্যক্তি।
সূত্র: ডেইলি মেইল
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :