রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুশীলন নাট্যদলের নতুন নাটক ‘অপারেশন কাতুকুতু’ মঞ্চস্থ করতে যাচ্ছে। ২৮ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাবির শহীদ মিনার মুক্তমঞ্চে মঞ্চস্থ হবে নাটকটি।
অনুশীলন নাট্যদলের কর্ণধার নাট্যজন মলয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে ফেসবুক তিনি লিখেছেন, চিরন্তন, আবার একইসাথে সমসাময়িক। শুরু থেকে নাটকের বিষয়কে বেছে নেবার অনুশীলন নাট্যদলের আদর্শিক এই ভাবনা আর অভিজ্ঞতালব্ধ নির্মাণের নিজস্ব রীতির চলমান পরীক্ষা-নিরীক্ষায় এবার নতুন করে যুক্ত হলো ‘অপারেশন কাতুকুতু’।
তিনি লিখেছেন, ২৮ মে রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে বিকেল সাড়ে ৫টায় নাটকটি প্রথমবার দর্শকের মুখোমুখি হবে। দেখার আমন্ত্রণ সবাইকে।
এস এম আবু বকর রচিত ‘অপারেশন কাতুকুত’ নির্দেশনায় রয়েছেন নাট্যকার নিজেই। এ প্রসঙ্গে এস এম আবু বকর বলেন, অনুশীলন নাট্যদল সবসময়ই নাট্য নির্মাণে নিজস্ব রীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। অতীত সেই ধারাবাহিকতা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে।
একুশে সংবাদ/ জা.নি./ এসএডি
আপনার মতামত লিখুন :