AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিডনি যাচ্ছে ‌‍‍`জলের গান‍‍`


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৩ পিএম, ৪ জুলাই, ২০২৪
সিডনি যাচ্ছে ‌‍‍`জলের গান‍‍`

জনপ্রিয় ব্যান্ড জলের গান। দেশে-বিদেশে নিয়মিত গান করে এই দল। তাদের গানে মুগ্ধ হন দর্শক। এবার এই গানের দল যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে।

জানা গেছে, আগামী ৬ জুলাই বিকেল ৫টায় সিডনির হার্স্টভিলের মারানা অডিটরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে ‘জলের গান।’ এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে সেখানে গেল ব্যান্ডদলটি।

গত ৩ জুলাই দুপুরে সিডনি পৌঁছেন দলের সদস্যরা। সিডনির আগে আগামীকাল শুক্রবার দেশটির রাজধানী ক্যানবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করার পাশাপাশি সিডনির প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন দলটির সদস্যরা।

এ প্রসঙ্গে দলের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের গান শোনাতে পারার আনন্দ একদিকে, আরেকদিকে তাদের আতিথেয়তায় মুগ্ধ আমরা। মনে হচ্ছে, বেড়াতে এসেছি। তাই গান শুনিয়ে তাদের খুশি করে যেতে পারার আশা রাখছি।

সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার।’কনসার্টটির আয়োজন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। এ নিয়ে পঞ্চমবারের মতো গানের উৎসবের আয়োজন করল প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও গানে গানে সিডনির বাংলাদেশিদের মাতানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য মিরাজ হোসেন।

‘জলের গান’ ছাড়াও এই সংগীত উৎসবে আরো গাইবে ব্যান্ড দল নেমেসিস। এদিকে উৎসবটি ঘিরে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে যেন উৎসাহের কমতি নেই।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!