চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর নামে।
বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে এ মামলা করেন।
প্রায় দুই বছর ধরে নায়কের সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠায় সংস্থাটি।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে জানান, মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামে রাজধানীর কাকরাইলে একটি প্রতিষ্ঠান রয়েছে, যার মালিক শান্ত খান। দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে গত ২৩ এপ্রিল তাঁর সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। সময় চেয়ে আবেদনও করেননি। কমিশনের আদেশ অনুযায়ী সম্পদ বিবরণী দাখিল না করে তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয় । এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এদিকে, শান্ত খানের বাবা সেলিম খানও রয়েছেন দুদকের নজরে। আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে অভিযুক্ত সেলিম।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :