AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রহস্যময় স্ট্যাটাসের পর মামলা করলেন ওমর সানী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২৩ পিএম, ১০ জুলাই, ২০২৪
রহস্যময় স্ট্যাটাসের পর মামলা করলেন ওমর সানী

ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি...।’ সোমবার (৮ জুলাই) দিনগত রাতে এ স্ট্যাটাস দেন তিনি।

রহস্যময় এ স্ট্যাটাস দেয়ার পরই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করেছেন। অনেকের প্রশ্নের রিপ্লাইও দিয়েছেন। কারও ওপর রেগেও যাচ্ছেন জনপ্রিয় এ নায়ক।

তবে কাকে ইঙ্গিত করে এই স্ট্যাটাস দিয়েছেন তা স্পষ্ট করেননি। আর এখানেই রহস্যের গন্ধ খুঁজে বেড়াচ্ছেন ভক্ত-অনুরাগীরা। নানা প্রশ্ন দেখা দিচ্ছে নেটিজেনদের মনে। তবে হুমকি দিয়ে বসে থাকেননি নায়ক। ভোর হতেই প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতা।

এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ওমর সানী জানিয়েছেন, ‘একজনকে সামান্য কিছু টাকা ধার দিয়েছিলাম। টাকাটা ফেরত দেয়ার মতো তার যথেষ্ট সামর্থ্য আছে, কিন্তু দিচ্ছেন না। উল্টো হুমকির সুরে কথা বলছেন। পরিমাণে অল্প হলেও তার সামর্থ্য আছে।’

তিনি আরও বলেন, ‘১০ মিনিটের মধ্যে সেই টাকা ফেরত দেয়ার সামর্থ্য রয়েছে তার। এরপরও দিচ্ছেন না। বরং উল্টো হুমকির সুরে কথা বলছেন। তবে বিষয়টি নিয়ে আমি আদালত পর্যন্ত আসতাম না। কিন্তু হুমকির সুরে কথা বলায় মামলা করেছি।’ যদিও কার বিরুদ্ধে মামলা, সেটি প্রকাশ করেননি অভিনেতা। তিনি বলেছেন, ‘ছোট ভাই, আমাদের জগতেরই একজন।’

ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী বহু দর্শকনন্দিত সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে তার জন্ম। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন সানী। দারাশিকো পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি।

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!