AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট স্থগিত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১৫ পিএম, ১৮ জুলাই, ২০২৪
রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট স্থগিত

রাহাত ফাতেহ আলী খান, পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পীর পৃথিবীজুড়ে রয়েছে কোটি কোটি ভক্ত। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। দ্বিতীয়বারের মতো ঢাকার মঞ্চ মাতাতে আসছেন তিনি। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে তার সংগীত পরিবেশন করার কথা ছিল। সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রিয় অতিথি, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আসন্ন ইভেন্ট ‘লিডিং দ্য টাইমস: স্কারলেট ক্রিসেন্ডো’ স্থগিত করা হয়েছে। আমাদের অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কনসার্ট টি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ফেরত প্রক্রিয়া এবং নতুন তারিখ সংক্রান্ত পৃথক পোস্ট শীঘ্রই শেয়ার করা হবে।’

বৃহস্পতিবার ১১ জুলাই এক ফেসবুক পোস্টে রাহাত ফাতেহ আলী খান নিজের এই কনসার্টের বিষয়টি জানান। এরপর প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার ১৪ জুলাই রাত ৮টা থেকে অনলাইনে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়। যার টিকিটের মূল্য ধরা হয় ১০ হাজার টাকা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!