AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিকের উদ্বোধনী মঞ্চ মাতাবেন গাগা-সেলিন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৬ পিএম, ২৬ জুলাই, ২০২৪
অলিম্পিকের উদ্বোধনী মঞ্চ মাতাবেন গাগা-সেলিন

হলিউডের কিংবদন্তি গায়িকা সেলিন ডিওন। দীর্ঘদিন ধরে বিরল স্নায়বিক ব্যাধি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত তিনি। দূরে আছেন সংগীত থেকে। এর মাঝেই শিল্পীর ভক্তদের জন্য সুখবর দিল হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম। ২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। তিনি একা নন। একই অনুষ্ঠানে গান গাইবেন মার্কিন পপ তারকা লেডি গাগাও। খবর : টিএম জেডের

আসন্ন প্যারিস অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এ মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে সাজ সাজ রব। তার মধ্যেই সে শহরের রয়্যাল মোনাকো হোটেলের সামনে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন সেলিন।

Celine Dion and Lady Gaga will reportedly perform “La Vie en Rose” together  at the Paris Olympics opening ceremony : r/Fauxmoi

ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওই হোটেলেই রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি গাগাও, যার ফলে সংগীতের এই দুই মহারথীর অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন মাত্র যোগ করবে বলেও নিশ্চিত করে গণমাধ্যমটি।

এদিকে ২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। ওই সময় সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি।

এটিকে এক ধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূরের কথা, এর ফলে তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। ২০২৩ সালের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা। তবে সম্প্রতি নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন সেলিন। জানিয়েছিলেন, তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি আসছে। যেখানে উঠে আসবে তার বিরল ব্যাধির প্রসঙ্গও।

Celine Dion & Lady Gaga Team Up To Perform At Paris Olympics | Billboard  News

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’র জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!