AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিযোগ নয়, স্বেচ্ছায় সরে দাঁড়ালের মৌ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৬ পিএম, ২৭ জুলাই, ২০২৪
অভিযোগ নয়, স্বেচ্ছায় সরে দাঁড়ালের মৌ

দীপ্ত টিভির আলোচিত ধারাবাহিক ‘বকুলপুর’-এর দ্বিতীয় সিজন থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। এরই মধ্যে হাজার পর্বের এই নাটকের ৭৬০ পর্ব প্রচারিত হয়েছে। যার শুরু থেকেই অভিনয়ে মৌকে দেখা গেছে।

কয়েকশ পর্বে অভিনয় করে দর্শক মনোযোগ কাড়তেও সক্ষম হয়েছেন তিনি। তারপরও ‘বকুলপুর’ নাটক থেকে নিজেকে সরিয়ে ফেলছেন।

এ নিয়ে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘কারও প্রতি কোনো অভিযোগ রেখে নয়, নিজ সিদ্ধান্তেই অভিনয় থেকে সরে এসেছি।’

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল, নাটকে আমার অভিনীত চরিত্রটি গুরুত্ব হারাচ্ছে। দীর্ঘ ধারাবাহিকগুলোয় কিছু চরিত্রের প্রাধান্য পাওয়ার কারণে পুরোনো অনেক চরিত্রই দর্শক আড়ালে চলে যায়। এতে সেই চরিত্রের শিল্পীদের বাড়তি কিছু করে দেখানোর সুযোগ থাকে না। এসব ভেবেই নাটক থেকে সরে আসা।’

‘বকুলপুর সিজন টু’র সবার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে বলেও জানান তাহমিনা মৌ।

 

একুশে সংবাদ/এনএস

 

Link copied!