বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। সব বয়সের ভক্ত রয়েছে এই গায়কের। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের কণ্ঠে সনুর ‘ইয়ে দিল’ গানটি রাতারাতি জনপ্রিয় করে তোলে সনুকে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার।
সম্প্রতি মুম্বাইয়ে ৭ কোটি রুপিতে একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করেছেন এ গায়ক। মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ রুপি । সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।
২০২৪ সালের ২৮ জুন বিক্রির জন্য দলিল নথিভুক্ত করা হয়েছিল। তার কাছে ইমেল-এ পাঠানো হয়েছে বাবা আগম কুমার নিগমকে। নথিতে দেখা গেছে, চলতি বছরের প্রথম দিকে সোনু নিগমের বাবা ১২ কোটিতে মুম্বাইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন।
সম্পত্তি কেনা-বেচা বলিউড তারকাদের রোজগারের অন্যতম উপায়। তবে হঠাৎ কী কারণে ৭ কোটির বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করেছেন এ গায়ক তা জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বান্দ্রা ওয়েস্টের গ্র্যান্ডবেতে ২১৯৯ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত একটি বাণিজ্যিক স্পেস কংসবার্গ মেরিটাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে প্রতি মাসে ৫ লক্ষতে দুই বছরের জন্য ভাড়া দিয়েছিলেন কারিশমা কাপুর।
প্রপস্ট্যাকের হাতে আসা নথিতে দেখা গেছে, গত মে মাসে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে পাঁচ বছরের জন্য ৯ লক্ষ রুপি মাসিক ভাড়ায় একটি অফিস স্পেস ভাড়া নিয়েছিলেন অজয় দেবগন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :