AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনু নিগম মাইকেল জ্যাকসনের যা নিজের মধ্যে ধারণ করতেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:০৪ পিএম, ১ আগস্ট, ২০২৪
সোনু নিগম মাইকেল জ্যাকসনের যা নিজের মধ্যে ধারণ করতেন

কিংবদন্তী মার্কিন পপ সম্রাট মাইকেল জ্যাকসন বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা হতে পারে, তা বলা বাহুল্য। এখনও বিশ্বের অনেক তাবড় মিউজিশিয়ানরা তাকে অনুসরণ করেন। তার গায়কী ও ভঙ্গি অনুপ্রেরণা যুগিয়েছে বহু সংগীতশিল্পীদের। তাদের একজন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেলকে তার সম্মানের জায়গাটা তুলে ধরেন তিনি। জানান, মাইকেলের একটি ভঙ্গি নিজের মধ্যে ধারণ করেছিলেন সোনু। শুধু তাই নয়, সেই ভঙ্গি তার পেশাদারি কাজেও যোগ করেছিলেন। সাক্ষাৎকারে সোনু জানান, ২৭ বছর আগের ‘পারদেশ’ ছবিতে তার গাওয়া একটি গানে এমনভাবেই মাইকেলের যোগসূত্র রয়েছে। সোনুর কথায়, ‘গানটির সংগীত পরিচালকদের জোর গলায় গানটি গাইতে পারব বলে জানিয়েছিলাম। কারণ গানটি ছিল ওয়েস্টার্ন ঘেঁষা। তখন মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী জনপ্রিয় এবং আমিও সেসব গান শুনতাম। কিন্তু গানের সংলাপের চেয়ে ভাল লাগত মাইকেল জ্যাকসনের গানের সুর। একইসঙ্গে ভাল লাগত তার গাওয়ার ভঙ্গি।’

সোনু আরও বলেন, ‘মাইকেল বিশেষ করে গান গাওয়ার ফাঁকে যখন ‘আহ’ বলে উঠতেন, দারুণ লাগত শুনতে। সেটা মাথায় ছিল। ‘ইয়ে দিল দিওয়ানা’ গানের রেকর্ডিংয়ের সময় সুযোগ বুঝে সেটা করে দিয়েছিলাম। রেকর্ডিং স্টুডিওতে সেদিন হাজির ছিলেন সুভাষ ঘাই নিজে। আমার এই কাণ্ড দেখে চমকে উঠেছিলেন। তবে তার ভাল লেগেছিল। তাই শেষপর্যন্ত এই গানে আমার ‘আহ’টা থেকে যায়। পরে এই বিষয়টির জন্য শ্রোতা- দর্শকের কাছে খুব বাহবা পেয়েছিলাম। কিন্তু এই বিশেষ ছন্দে ‍‍`আহ‍‍` বলে ওঠা যে মাইকেল জ্যাকসনকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম, তা অনেকেই হয়তো‌ জানেন না।’

একুশে সংবাদ/বা.প্র/হা.কা

Link copied!