AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্পকলার মহাপরিচালকের পদ থেকে লিয়াকত আলীর পদত্যাগ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৫৯ পিএম, ১২ আগস্ট, ২০২৪
শিল্পকলার মহাপরিচালকের পদ থেকে লিয়াকত আলীর পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী। আজ সোমবার পদত্যাগ করেছেন তিনি।

সোমবার লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ। তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে এসেছি। এখানে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।

এদিকে গতকাল রোববার দুপুরে শিল্পকলায় ঢোকার চেষ্টা করেছিলেন লাকী। অনুগত কয়েক কর্মকর্তা নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ছাত্র-জনতা। সে সময় তার পদত্যাগ দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।

দীর্ঘদিন ধরে শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন লাকী। এই পদে যোগ দিয়েছিলেন ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়।

দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছিল।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!