AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২৯ পিএম, ১৫ আগস্ট, ২০২৪
কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন

কিংবদন্তি হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডস মারা গেছেন। বুধবার ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন রোল্যান্ডস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।জেনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন জেনা রোল্যান্ডস। গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

‘দ্য নোটবুক’-এ অভিনয়ের জন্য জেনা ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।  আর ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোল্যান্ডস। ছবি দুটি পরিচালনা করেছেন তার প্রথম স্বামী জন ক্যাসাভেটস।

সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এই দম্পতি। ক্যাসাভেটসের পরিচালনায় ‘ওপেনিং নাইট’, ‘লাভ স্ট্রিমস’সহ ১০টির মতো সিনেমা করেছেন রোল্যান্ডস।

জন ক্যাসাভেটস ও জেনা রোল্যান্ডস দম্পতির তিন সন্তানই নির্মাণ ও অভিনয় করেন। ছেলে নিক ক্যাসাভেটসের পরিচালিত ‘দ্য নোটবুক’ সিনেমায় অভিনয় করেছেন জেনা রোল্যান্ডস।

অভিনেত্রী জেনা রোল্যান্ডস ২০১৫ সালে হলিউড সিনেমা থেকে অবসর নেন। তবে, এর আগে তিনি চারটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব অর্জন করেন এবং দুইবার অস্কারে মনোনীত হয়েছিলেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!