সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকা, ঢালিউডের অনিন্দ্য সুন্দরী সাদিকা পারভিন পপির আজ জন্মদিন। এক এক করে জীবন বসন্তের ৪৫ বছর পার করে ৪৬-এ পা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী
। তবে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নিজেকে দূরে রেখেছেন। অনেকেই বলেছেন তিনি বিয়ে করেছেন, তার সন্তানও হয়েছে। কিন্তু এই দুটি খবরের একটিরও সত্যতা মেলেনি। আবার কেনই বা তিনি নিজেকে আড়ালে রেখেছেন তারও কোনো খবর নেই। পপিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে বা কোনো তারকার ঘরোয়া কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না। জন্মদিনে পপি সব সময়ই তার পরিবারকে নিয়ে উদ্যাপন করতেন; কিন্তু এখন কীভাবে তিনি তার জন্মদিন উদ্যাপন করবেন, তা সবার কাছে অজানা থাকলেও ভক্তরা তাকে স্মরণ করছেন এই দিনে।
পপি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র- ‘আমার ঘর আমার বেহেশত’, ‘চারিদিকে শত্রু’, ‘দরদী সন্তান’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘গুপ্ত ঘাতক’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘কে আমার বাবা’, ‘লাল বাদশা’, ‘জিদ্দী’, ‘দুজন দুজনার’, ‘জানের জান’, ‘হীরা চুনি পান্না’, ‘আমার বউ’, ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’, ‘ক্ষেপা বাসু’, ‘ক্ষমতার দাপট’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘রানীকুঠির বাকী ইতিহাস’ ইত্যাদি। এ ছাড়া তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এদিকে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটি মুক্তির কথা ছিল চলতি মাসে। পরিচালক বলেছিলেন, যত ঝড় তুফানই আসুক, এবার আর ছবিটির মুক্তির তারিখ কিছুতেই পেছাব না; কিন্তু নিজের দেওয়া সেই শেষ কথাটিও রাখতে পারলেন না সাদেক সিদ্দিকী। তিনি আরও বলেছিলেন, ‘এরই মধ্যে ছবির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার করে ছবিটি মুক্তি দেব। আপাতত সেটা আর করা যাচ্ছে না।’
তবে হঠাৎ করে দেশের রাজনৈতিক অবস্থার বড় একটা রদবদলে সিনেমা হল প্রায় বন্ধের মুখে পড়ায় সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন পরিচালক। যে কারণে সহসা পর্দাতেও ফেরা হচ্ছে না একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপির। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি।
একুশে সংবাদ/এসএস
আপনার মতামত লিখুন :