AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিটিকস চয়েসে সেরার পুরস্কার পেল ‘সুপার ম্যান’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫৩ পিএম, ১১ নভেম্বর, ২০২৪
ক্রিটিকস চয়েসে সেরার পুরস্কার পেল ‘সুপার ম্যান’

দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’ ডকুমেন্টারি ফিচার পুরস্কার লাভ করেছে। ২০২৪ সালের জন্য এই পুরস্কারটি যৌথভাবে জিতে নিয়েছে ‘উইল এন্ড হারপার’ তথ্যচিত্রটিও।ক্রিস্টোফার রিভের জীবন কাহিনী তুলে ধরে নির্মিত ‘সুপার ম্যান’। সেরা ডকুমেন্টারি ফিচারের সাথে সাথে, এটি মোট ছয়টি পুরস্কার জিতেছে। যার মধ্যে রয়েছে সেরা পরিচালক: ইয়ান বোনহোট এবং পিটার এট্টেডগুই, সেরা এডিটিং: অটো বার্নহাম, সেরা স্কোর: ইলান এশকেরি, সেরা আর্কাইভাল ডকুমেন্টারি ও সেরা জীবনীমূলক ডকুমেন্টারি।

এই ডকুমেন্টারিটি রিভের জীবন, তার অভিনয় ক্যারিয়ার এবং স্পাইনাল কর্ড ইনজুরির পর তার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লড়াইয়ের কাহিনী গভীরভাবে তুলে ধরেছে।

অন্যদিকে, উইল এন্ড হারপারে উইল এবং হারপার নামক দুই ব্যক্তির সম্পর্ক ও তাদের একসাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার কাহিনী তুলে ধরেছে। এটি মানবিক সম্পর্ক, সহানুভূতি এবং অটল মানসিকতার একটি শক্তিশালী চিত্রায়ণ হিসেবে প্রশংসিত হয়েছে।

ক্রিটিকস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটি গতকাল রবিবার রাতে নিউ ইয়র্কের এডিসন বলরুমে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি লাইভস্ট্রিম করা হয়েছিল ইউটিউব, এক্স এবং ফেসবুকে। সুপার ম্যান এবং উইল এন্ড হারপার তাদের শক্তিশালী ন্যারেটিভের মাধ্যমে দর্শকদের প্রেরণা দিয়েছে, যা তাদের সেরা ডকুমেন্টারি ফিচারের পুরস্কার এনে দিতে সহায়ক হয়েছে।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!