AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তি পাচ্ছে ‘ভয়াল’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৫২ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

দেশব্যাপী আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার।গতকাল ১২ নভেম্বর (মঙ্গলবার) সিনেমাটির মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচনের অনুষ্ঠান। এতে সঞ্চালনায় ছিলেন ম্যাক বাদশা।

সিনেক্রাফট ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচন অনুষ্ঠান। অভিনেতা ম্যাক বাদশার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশন্সের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ শিল্পী ও কলাকুশলীরা।

এ সময় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, এটি ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা সিনেমাটি দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা আস্তে আস্তে অন্যরকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।

নিজের চরিত্রের বিষয়টি জানিয়ে আইশা খান বলেন, সিনেমাটিতে গ্রামের এক কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পাহাড়ি পটভূমিতে নির্মিত হয়েছে। পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছি। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সিনেমাটির পর্দায় ফুটে উঠেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে গোলাম ফরিদা ছন্দা বলেন, প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল সিনেমাতে মা-বাবার সাথে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে, পুরো পরিবার নিয়ে ভয়াল দর্শকদের দেখার আমন্ত্রণ রইল, এতে বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় অনেক কিছু আছে। আশা করছি, দর্শক নিরাশ হবে না।

প্রযোজক আশিকুর রহমান বলেন, চলচ্চিত্র এক প্রকার যুদ্ধ, যুদ্ধ করেই আমরা ভয়াল চলচ্চিত্রের কাজটি শেষ করে মুক্তির দারপ্রান্তে এসেছি, এ যুদ্ধ মেধা, শ্রম ও শিল্পের। বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে আমাদের ভয়াল নির্মাণ করা। আশা করি, দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিবে সিনেমাটি।

আশাবাদ ব্যক্ত করে পরিচালক বিপ্লব হায়দার বলেন, খুব যত্ন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, দর্শক যতক্ষণ ভয়াল দেখবে, গল্পের মধ্যে হারিয়ে যাবে। সবাইকে বলব, হলে গিয়ে সিনেমাটি দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!