AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩১ পিএম, ১৬ নভেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ( ১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী ঢাকা থেকে পটুয়াখালী যাবার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় রুবেলকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনায় শিকার হয়।

রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল ও তার ৮ সহযোগি। এ সড়ক দুর্ঘটনায় আহত হলেও অল্পের জন্য বেঁচে গেছেন তারা।

জানা যায়, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি তেঁতুল গাছের সাথে ধাক্কা লাগে রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আহতরা হলেন, রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাস চালক ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানী ঢাকায় প্রেরণ করা হয়েছে।

চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে চিত্রনায়ক রুবেলের। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!