AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহরুখ-সালমানের ‘করণ অর্জুন’ রিমেকে হৃতিক ও রণবীর!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৪ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
শাহরুখ-সালমানের ‘করণ অর্জুন’ রিমেকে হৃতিক ও রণবীর!

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘করণ অর্জুনি’ বক্স অফিসে একাধিক নজির গড়ে। সিনেমার গানগুলো আজও মনে জাগায় নস্টালজিয়া। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। তাদের বিপরীতে ছিলেন কাজল ও মমতা কুলকার্নি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আজও তা দর্শককে বিনোদিত করে।

ছবিটি নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হলো তখন সাক্ষাৎকারে এটি নিয়ে কথা বলেছেন পরিচালক রাকেশ রোশন। তার কাছে জানতে চাওয়া্ হয় তিনি ‘করণ অর্জুন’- এর রিমেক করবেন কি না। পরিচালক রিমেক বা সিক্যুয়েল করার ধারণা পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তবে তিনি বলেন, যদি আজকের দিনের জন্য এসআরকে এবং সালমান খানের চরিত্রে কাউকে কাস্ট করতে হয় তবে তিনি হৃতিক রোশনকে করন এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে কাস্ট করতেন।

 

‘আমি ‘করণ অর্জুন’ রিমেক বা সিক্যুয়েল বানাবো না। তবে যদি আজকের যুগে এই চরিত্র দুটি কাস্ট করার কথা ভাবি তাহলে হৃতিক রোশনকে করণ এবং রণবীর কাপুরকে অর্জুন হিসেবে চাইব,’ - রাকেশের ভাষ্য।

 

একই সাক্ষাৎকারে রাকেশ রোশন কেন শাহরুখ খানকে অর্জুন সিং এবং সালমান খানকে করন সিং হিসেবে বাছাই করেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি জানান, সালমানের শারীরিক গঠন এবং তার আকর্ষণীয় চোখ ছিল গুরুত্বপূর্ণ। আর ফৌজি এবং কিং আঙ্কল সিনেমায় শাহরুখের অভিনয় খুব পছন্দ করেছিলেন রাকেশ। সেই অভিনয়গুলোই তাকে অর্জুন চরিত্রে কাস্ট করার অনুপ্রেরণা দেয়।

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!