AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে হাসপাতালে গায়িকার ছেলে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৩ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে হাসপাতালে গায়িকার ছেলে

ওপার বাংলার গায়িকা জোজো মুখার্জির বাড়িতে ঘটে গেল ভয়াবহ ঘটনা। বড় বিপদের হাত থেকে রক্ষা পেল সঙ্গীত শিল্পী জোজোর ছেলে অদীপ্ত। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনভর শুটিং সেরে বাড়ি ফিরেই হাসপাতালে নিয়ে যেতে হয় আদিকে। খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল তার ছেলে। চিকিৎসকদের তৎপরতায় বের করা হয়েছে বুলেটটি। ছেলের বর্তমান কেমন আছে এ নিয়ে এবার মুখ খুললেন জোজো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট জোজো বলেন, খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে আবার। রবারের যেহেতু, ও ভেবেছে হয়তো জেমস। চিবিয়ে খেয়েছে বুলেটটা। তার পরেই ডিনার করে, হজম করতেও অসুবিধা হয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি, তখন ও ঘুমাচ্ছিল। এর পরই শুরু প্রচণ্ড কান্নাকাটি। খালি আমার আঙুলটা নিয়ে ওর মুখের ভিতর দিচ্ছিল। বোঝা যাচ্ছিল ওর কষ্ট হচ্ছে ভিতরে। অনেক চেষ্টা করেও কোনও সমাধান না মেলায়, রাত বারোটার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আদিকে। 

জোজো বলেন, কয়েকদিন ধরেই একটু সর্দি-কাশি হচ্ছিল। তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করে আদি। তখনই দেখলাম বুলেটের টুকরো বেরিয়েছে। তারপর ওকে যে দেখাশোনা করে সে বলছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে। কিন্তু ও যে গিলে ফেলেছে, সেটা তো আর জানা সম্ভব নয়।

হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জোজো। ছেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে জোজো বলেন, মুখটা শুকিয়ে গিয়েছে একদম। অনেকবার বমি করেছে তো। মুশকিল হলো ও তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না। সময়মতো হাসপাতালে না নিলে, কী যে হতো সেটা ভাবতেই পারছি না।

ছেলে সুস্থ হলেও এখনো উৎকণ্ঠার মধ্যেই কেটেছে জোজোর সারারাত। তবে এখন আদি সুস্থ থাকায় কিছুটা স্বস্তিতে শিল্পী। আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে আদি। ছেলেকে সবসময়ই আগলে রাখেন জোজো।


একুশে সংবাদ/ এস কে

Link copied!