AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০০ পিএম, ২৩ নভেম্বর, ২০২৪
হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। কখনো হিন্দি সিনেমা, কখনো কলকাতার সিনেমায় পর্দা মাতিয়েছেন। দেখা গেছে বাংলাদেশি সিনেমায়। এবার কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে দেখা যাবে মিঠুনকে।

জানা গেছে, কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে কেন্দ্র করে সিনেমা বানাবেন নির্মাতা মানসমুকুল পাল। আগামীতে সেই সিনেমাতেই দেখা যাবে মিঠুনকে। শোনা যাচ্ছে, অভিনেতার বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। যদিও এখনো নিশ্চিত করে কিছু জানাননি নির্মাতা। 

এদিকে নতুন খবর, ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

মূলত সিনেমার চিত্রনাট্য লেখার আগে হুমায়ূন আহমেদের উপন্যাসে থাকা জায়গাগুলো নিজে একবার ঘুরে দেখতে চান মানসমুকুল। ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে।

তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন মানসমুকুল। তিনি এও জানান, সিনেমার অধিকাংশ শুটিং বাংলাদেশেই হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে পালের হাতে ৩ টি সিনেমার কাজ রয়েছে। সেসব চলচ্চিত্রগুলো শেষ করে তবেই তিনি এই সিনেমার কাজ শুরু করবেন তিনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!