দীর্ঘদিন ধরেই একের পর এক পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে নেটদুনিয়ায়। মাস খানেকের ব্যবধানে চার টিকটকারের ভিডিও ফাঁসের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে। সে রেশ না-কাটতেই এবার টিকটক তারকা মরিয়ম ফয়সালের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গণমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, মরিয়মের এসব কথিত ছবি ও ভিডিও কে বা কারা এক্স এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিয়েছে। ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন ভুক্তভোগী টিকটক তারকারা। ভেঙে পড়ছেন মানসিকভাবেও। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন।
কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনও জানা যায়নি। এমনকি বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মরিয়মও। এর আগে মাহিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এ প্রসঙ্গে মাহিরা খান বলেন, আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :