AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাঙের বিষ পান, মৃত্যু হলো অভিনেত্রীর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩৩ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৪
ব্যাঙের বিষ পান, মৃত্যু হলো অভিনেত্রীর

আত্মশুদ্ধি করতে চেয়েছিলেন ম্যাক্সিকান অভিনেত্রী মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ। এ জন্য কণ্ঠে তুলেলেন সাপের বিষ। কিন্তু বিষ তো বিশুদ্ধকরণে না, বিনাশে পটু। অভিনেত্রীর সঙ্গেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাঙের বিষের বিষক্রিয়ায় হারিয়েছেন প্রাণ। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এ খবর।

খোলাসা করা যাক। ৩৩ বছরের এ অভিনেত্রী যোগ দিয়েছিলেন আধ্যাত্মিক অবকাশের জন্য আত্মার শুদ্ধিকরণ অনুষ্ঠানে। এটি দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এ আয়োজনে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা, আত্মার শুদ্ধিকরণে পানি পান, শরীরের বিভিন্ন অংশকে পোড়ানো এবং ব্যাঙের বিষ পান বাধ্যতামূলক। এটি প্রাচীন একটি প্রথা।

ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে যারা অংশ নেন তাদের প্রত্যেককে এক লিটার পানি পান করতে হয়। এতে করে তাদের ত্বকে ছোট ছোট ফোরা তৈরি হয়। সেই ক্ষতে ব্যাঙের শ্লেষ্মা প্রয়োগ করা হয়। বিষযুক্ত শ্লেষ্মা রক্তচাপ বাড়ায় ও বমিবমি ভাব আসে। এটি কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হয়। অনেক সময় প্রাণহানির মতো ঘটনা ঘটে। মার্সেলার সঙ্গে সেরকমই হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকে ডায়রিয়ায় ভুগছিলেন। শুরুর দিকে চিকিৎসকের পরামর্শ নেননি। পরে চিকিৎসকের দ্বারস্থ হলেও আর রক্ষা হয়নি।

এদিকে মার্সেলার মৃত্যুতে ডুরাঙ্গো নামের এক ধর্মগুরু শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ সেই সকল মানুষের হৃদয়ে একটি শূন্যতা রেখে গেছেন যারা তাকে জানতেন যে তিনি সিনেমাকে কতটা ভালোবাসতেন’।

তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডুরাঙ্গোই অভিনেত্রীর মৃত্যুর জন্য দায়ী। কেননা তিনিই চিকিৎসকের কাছে যেতে নিষেধ করেছিলেন মার্সেলা। দেশটির পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে ডুরাঙ্গোকে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!