AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘পুষ্পা ২’ সমাজকে পিছিয়ে দিচ্ছে:আমির খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১৮ পিএম, ৭ ডিসেম্বর, ২০২৪
‘পুষ্পা ২’ সমাজকে পিছিয়ে দিচ্ছে:আমির খান

তিন বছর ধরে তিল তিল করে জমেছিল অপেক্ষার পাহাড়। এ অপেক্ষা ছিল ‘পুষ্পা ২’ -এর। গত ৫ ডিসেম্বর পুস্পা রাজ রূপে আল্লু অর্জুন ধরা দিতেই ধৈর্য তার ছেড়ে। বাঁধ কাটা জলস্রোতের মতো জনস্রোত হয় হলমুখী।

ফলস্বরুপ প্রথম দিনই আয়ের ঝুলিতে ১৭৪.৯ কোটি রুপি তলে নেয় সুকুমার রায়ের সিনেমা। দুই দিনে মোট আয় দাঁড়ায় ২৬৫ কোটি রুপিতে। তবে ছবিটির এই রমরমা অবস্থা ভালো চোখে দেখছেন না বলিউড সুপারস্টার আমির খান। তিনি মনে করছেন এ ধরনের ছবি সমাজকে পিছিয়ে দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, শুধু ‘পুষ্পা ২’নয়, অ্যানিমেলেও অসন্তুষ্ট আমির। তার কথায়, ‘এই ধরনের ছবি সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। চাইলেও এই বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মানুষের ভিন্ন মতামত থাকাই স্বাভাবিক। অনেকেই খুব শক্তিশালীভাবে পুরুষতন্ত্রের প্রচার করে। আর কেউ কেউ আবার খুব সূক্ষ্ণভাবে বা চুপিসারে পুরুষতন্ত্রকেই তুলে ধরে।’

এ ধরনের ছবি পুরুষতন্ত্রকে উসকে দিচ্ছে উল্লেখ করে আমির বলেছেন, ‘পুরুষতন্ত্র এক দিনে উধাও হয়ে যাবে না। পুরুষতন্ত্রের বীজ বহু দিন ধরে বপন করা হয়েছে সমাজে। বহু পুরুষই নিরাপত্তাহীনতায় ভোগে। তারা মনে করে, মহিলাদের কতটা স্বাধীনতা পাওয়া উচিত, তা তাদের নিয়ন্ত্রণে। এটা মোটেই ভাল বিষয় নয়। আসলে এই বিষয়গুলির ধীরে ধীরে পরিবর্তন হয়।’

অভিনেতা আরো বলেন, ‘গল্পের মাধ্যমে মানুষের মন পরিবর্তন করা দরকার। যুক্তি দিয়ে বোঝালে তা দীর্ঘস্থায়ী হয় না। মানুষের আবেগকে স্পর্শ করা দরকার, ভালো গল্পের মাধ্যমে।’

এদিকে অনেকদিন ধরে বক্স অফিসে সফলতা নামের সোনার হরিণের দেখা পাচ্ছেন না আমির খান। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিও বক্স অফিসে ধরাশয়ী হয়। এতে আমিরের বিপরীতে ছিলেন কারিনা কাপুর।

একুশে সংবাদ/ এস কে

Link copied!